নবাবগঞ্জে দুই খুনের মামলার আসামী গ্রেফতার

415

পৃথক দুইটি খুনের মামলার পলাতক আসামী রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। নবাবগঞ্জ উপজেলায় দুইটি হত্যাসহ ৬ মামলার পলাতক আসামী রিয়াজুল ইসলাম (৪০) কে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। রিয়াজুল উপজেলার শোল্লা ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের আমছের ভান্ডারীর ছেলে। বুধবার ভোর ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম তালুকদার।

উপ-পরিদর্শক আশরাফুল আলম তালুকদার জানান, রিয়াজুল নবাবগঞ্জ থানায় দুটি হত্যা মামলাসহ নবাবগঞ্জ ও মানিকগঞ্জের সিংগাইর থানা মিলে ৬টি মামলার পলাতক আসামী। বুধবার ভোর ৫টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর বেলা ১টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত দিন