নবাবগঞ্জে দিনমজুরকে হত্যার দায় স্বীকার

192

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দিনমজুর আফজালকে হত্যার কথা স্বীকার করেছেন মিজান। গত শনিবার ঢাকার একটি আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নবাবগঞ্জ থানার এসআই মহিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই মহিরউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার বিকালে ঢাকার একটি আদালতে হাজির করা হয় তাকে। সেখানে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। জবানবন্দি শেষে আদালত মিজানকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আপনার মতামত দিন