নবাবগঞ্জে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্ভোদন

420

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উপজেলা সদর দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু। বিশেষ অতিথি ছিলেন দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, কলেজ গভর্নিংবডির সদস্য আবদুল জলিল, খান ইফতেখার আল ফারুকী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি, সহ-সভাপতি তাসদিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারহান আহমেদ, কলেজ শাখার সভাপতি শোভন সিকদার, সাধারণ সম্পাদক নাদিম আলম প্রমুখ।

মেলাকে কেন্দ্র করে দোকানিরা রকমারি পসরা সাজিয়ে বসেছেন। মেলার শুরুতেই তাঁতের তৈরি পোশাক কিনতে ভিড় করছেন। দোকানিরা আসা করছেন ভালো মানের সুতি পোশাকে শীতের শেষ মুহূর্তে ক্রেতাদের আকৃষ্ট করতে পারবেন।

আপনার মতামত দিন