নবাবগঞ্জে তরুনীসহ তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

642
সংবাদ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শনিবার রাতে তরুনীসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে ৬শ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জের লৌহজং এলাকার হাসান আলীর ছেলে মো. মাহমুদ (৩৮), টঙ্গিবাড়ির কামারখাড়া গ্রামের ওয়াজেদ আহমদের মেয়ে সানজানা আক্তার রাহা (২০) ও দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের সালাম মল্লিকের ছেলে মো. বাবু (৩০)।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টিকরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক কায়সার আহমেদ জানান, শনিবার রাতে নিয়মিত টহলের সময়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়। আজ রোববার সকালে মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত দিন