নবাবগঞ্জে ডোবায় বৃদ্ধের লাশ

10
নবাবগঞ্জে ডোবায় বৃদ্ধের লাশ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকার একটি ডোবা থেকে আনোয়ার হোসেন মোল্লা নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের খবরে পুলিশ লাশটি উদ্ধার করে।

জানা যায়, মৃত আনোয়ার মোল্লা (৬৫) নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামের মৃত ছত্তার মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুরে নবাবগঞ্জ উপজেলার দিঘীরপাড় কবরস্থানের পাশে লোকজন কাজ করতে যান। এ সময় পাশের ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল করে। পরে এলাকাবাসী এসে লাশটি শনাক্ত করেন। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ আছে।

দিঘীরপাড় এলাকার বাসিন্দা আক্কাস আলী বলেন, আনোয়ার মোল্লা মানসিক ভারসাম্যহীন ছিল বলে শোনা যাচ্ছে। বেশ কয়েক দিন ধরেই তিনি ওখানে ঘোরাফেরা করছিলেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মমিনুর ইসলাম বলেন, লাশের গায়ে কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মৃত্যুর কারণ খতিয়ে দেখবে পুলিশ। একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার মতামত দিন