নবাবগঞ্জে ঝড়ে লন্ডভন্ড শতাধিক গ্রাম;ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিছিন্ন

1792

নবাবগঞ্জ উপজেলায় অচমকা ঝড়ে শতাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিধ্বস্ত হয়ে গেছে প্রায় সহ¯্রাধিক কাচা-পাকা ঘরবাড়ি। ঝড়ের পর থেকে সারা নবাবগঞ্জে বিদ্যুৎ বিছিন্ন রয়েছে। গত ৩ এপ্রিল সোমবার সন্ধ্যায় অচমকা এক ঝড়ে এ সব ক্ষয়ক্ষতি হয়।

জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার নয়াকান্দা, মালিকান্দা, মাসাইল, শোল্লা, শিকারীপাড়া, বান্দুরা, বারুয়াখালীসহ শতাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তায় গাছপালা ভেঙ্গে পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে।

উপজেলার নয়াকান্দা গ্রামের ইউনুস চৌধুরী, এছাক চৌধুরী ও আলী হোসেন চৌধুরীর বসত ঘরের উপর একটি ৩০ বছরের পুরনো শিমুল গাছ ভেঙ্গে পড়ে ৩টি ঘর দুমরে মুচরে যায়। এতে তাদের ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর দাবি। ঝড়ের সময় ঘর থেকে বাইরে আসার সময় আমিন চৌধুরী নামে এক বৃদ্ধা আহত হয়েছে।

ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আলমগীর হোসেন কোথাও কোথাও বিধবংসের কথা স্বীকার করে বলেন, কর্মীরা কাজ করছে খুর শীঘ্রই ঠিক হয়ে যাবে।

আপনার মতামত দিন