নবাবগঞ্জে জ্বালানি নিরাপত্তা শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা

894

জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৬ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে ‘বিশ্বব্যাপী কয়লার ভূমিকা’ নিয়ে জ্বালানি নিরাপত্তা শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলা প্রশাসন ও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজন করে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার আবদুল ওয়াছেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়।
প্রতিযোগিতায় নবাবগঞ্জ পাইলট উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ইসলাম সিনথিয়া প্রথম, দোহার নবাবগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সাথী আক্তার দ্বিতীয় ও একই প্রতিষ্ঠানের আলী কায়সার অন্তর তৃতীয় স্থান অর্জন করেন। উপস্থিত ছিলেন শাকিল আহমেদ, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল প্রমুখ। বিচারকের দায়িত্বে ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, প্রভাষক এসএম মোশারফ হোসেন, অধ্যক্ষ সাইদুর রহমান, পল্লী বিদ্যুতের এজিএম মো. কামাল হোসেন।

আপনার মতামত দিন