নবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৫ উদযাপন 

798
স্যানিটেশন

“সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঢাকার  নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৫ উদ্যাপন করেছে।

২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে স্যানিটেশন মাস উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর  র‌্যালী ও  আলোচনা সভা আয়োজন করে। র‌্যালীটি ওয়াছেক মিলনায়তন থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে উপজেলা ফটকের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ  উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহ্সান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদির মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর,কৃষি কর্মকর্তা শহীদুল আমীন, নারায়ন চন্দ্র, সহকারী প্রকৌশলী এস.এম শাহিন, হাজী  ইব্রাহীম খলীল, এরশাদ আল মামুন প্রমূখ।

আপনার মতামত দিন