নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

526

“দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আসবে টেকসই উন্নয়ন”-এই প্রতিপাদ্যে নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গত ১০ মার্চ শুক্রবার বেলা ১১টায় উপজেলা থেকে একটি র‍্যালী বের হয়। পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ মিয়া সভায় সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সাবেক সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন মুন্নী, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, জাতীয়পার্টি নেতা জুয়েল আহমেদ, জাহাঙ্গীর চোকদার, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার কবির, ঢাকা জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম প্রমূখ।

 

আপনার মতামত দিন