নবাবগঞ্জে ছাত্রী উত্ত্যেক্তকারীর কারাদণ্ড

282

আসিফ শেখ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যেক্ত করার অপরাধে মো. আসলাম (২০) নামে এক বখাটের ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার তাকে এই কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান।

সকাল সাড়ে ৯টার দিকে ঐ ছাত্রী বাড়ি থেকে স্কুলে আসার পথে কুমারবাড়িল্যা এলাকায় উত্ত্যেক্ত করার সময়ে পুলিশ মো. আসলামকে আটক করে। পরে দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমানের ভ্রাম্যমান আদালত মো. আসলামকে ৩ মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। উল্ল্যেখ, মো. আসলাম ঐ স্কুলছাত্রী স্কুলে যাওয়া আসার সময়ে প্রায়ই উত্ত্যেক্ত করতো। এ নিয়ে এলাকায় কয়েক দফা গ্রাম সালিশ হয়। পরে ছাত্রীর অভিভাবক পুলিশকে জানালে পুলিশ উত্ত্যেক্ত করার সময়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, স্কুল ছাত্রীর অভিভাবকের সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে হাতে-নাতে আটক করা হয়।

আপনার মতামত দিন