নবাবগঞ্জে ছাত্রলীগের শোক মিছিল ও সভা

528

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শোক মিছিল ও সভা করেছে ছাত্রলীগ। নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ শাখা এ আয়োজন করে।

শনিবার দুপুরে দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের হয়ে পরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফিরে কলেজ সংসদে শোক সভা করে। শোক সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান রনি, দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শোভন সিকদার, সাধারণ সম্পাদক নাহিদুল আলম নাদিম প্রমুখ।

আপনার মতামত দিন