নবাবগঞ্জে ছাত্রলীগের বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে শ্রদ্ধা নিবেদন

456

নবাবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্রশ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগ। দিবসটি উপলক্ষ্যে গতকাল ৭ মার্চ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে দোহার নবাবগঞ্জ কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ও পরে কলেজ সংসদ সভা কক্ষে আলোচনা সভা করে।

সভায় ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্যে দিয়ে সমগ্র বাঙালী জাতি জেগে উঠে ছিলো। যার ফলোশ্রুতিতে আজ আমরা পেয়েছি বহু প্রত্যাশিত স্বপ্নের স্বাধীনতা ।

এসময় উপস্থিত ছিলেন, দোহার নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ঢাকা জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, ঢাকা জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুজন বাবু, কলেজ শাখার সভাপতি শোভন শিকদার, সাধারণ সম্পাদক নাহিদুল আলম নাদিম, মেহেদী হাসান রানা,মো. রবিন প্রমূখ।

 

আপনার মতামত দিন