নবাবগঞ্জে চোরাই মোটরসাইকেল ও বিদেশি মদসহ আটক ৩

220

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল, বিদেশি মদ ও মোটরসাইকেলের নকল লাইসেন্স তৈরির সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকরা হলেন-আমান হোসেন রনি (২০), নাহিদ হাসান (২০) ও কাউছার (২৫)।

রোববার (২২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাদাপুর এলাকায় রনির বাড়ি এবং দোহার উপজেলার জয়পাড়া কলেজের পেছনে কাউছারের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

রনি নবাবগঞ্জ উপজেলার সাদাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে, নাহিদ একই উপজেলার কলাকোপা গোপালনগর এলাকার কামাল হাসানের ছেলে ও কাউছার দোহার উপজেলার জয়পাড়া গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার রাত আড়াইটার দিকে সাদাপুর গ্রামে রনির বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে তিনটি মোটরসাইকেল ১৫টি বিয়ার, একটি রামদা, নকল লাইসেন্স ও লাইসেন্স তৈরির বিআরটিসির রাবার স্ট্যাম্প ও কয়েকটি মোটরসাইকেলের চাবি উদ্ধার করে।

এ সময় রনি ও নাহিদকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দোহার উপজেলার জয়পাড়া গ্রামে কাউছারের বাড়িতে তল্লাশি করে পুলিশ। এসময় কাউছারের বাড়ি থেকে পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার এবং কাউছারকে আটক করা হয়।

অন্য খবর  দোহারে স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধের চেষ্টা

তিনি আরো জানান, রনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও মোটরসাইকেলের নকল লাইসেন্স তৈরি করাসহ নানা অপরাধ করে আসছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক, চুরি ও জালিয়াতি মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত দিন