নবাবগঞ্জে চেয়ারম্যান পদে ৮৬ জনের মনোনয়নপত্র জমা

241

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় ৮৬ জন প্ররার্থী চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মেম্বার পদে জমা হয়েছে ৫০১ টি ও সংরক্ষিত মহিলা আসনে জমা হয়েছে ১৫৩টি মনোনয়ন পত্র। সব মিলিয়ে নবাবগঞ্জে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন ৭৪০ জন প্রার্থী।

সোমবার (৩ জানুয়ারী) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়। জমা শেষে নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো.সাইদুর রহমান মনোনয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি বলেন,সকল প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে সুষ্ঠ ও সুন্দর ভাবে আজ মনোনয়ন দাখিল করেছেন।
নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন যারা
শ্বিকারীপাড়া ইউনিয়ন পরিষদঃ বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত আলীমোর রহমান খান পিয়ারা, মো.বাদল মিয়া, মো.আইয়ুব মোল্লা, রনি, শিরিম রহমান।
জয়কৃষ্ণপুর ইউনিয়নঃ  বর্তমান চেয়ারম্যান মো.মাসুদুর রহমান, আওয়ামী লীগ মনোনীত রেশমা আক্তার, মো.দেলোয়ার হোসেন, রতন চন্দ্র বসাক, মো.কামাল হোসেন খান, মো.কালাম।
বারুয়াখালী ইউনিয়নঃ আওয়ামী লীগ মনোনীত এম এ বারী বাবুল মোল্লা, লাবু, মো.বাঈ, ফিরোজ, মুন্না ভূইয়া।
নয়নশ্রী ইউনিয়নঃ  বর্তমান চেয়ারম্যান মো.রিপন মোল্লা, আওয়ামী লীগ মনোনীত মো.পলাশ চৌধুরী,  মোরাদ আলী সিকদার, মোহাম্মদ হাবিবুর রহমান, শ্যামল সরকার, মো.মাসুদ মোল্লা।
বান্দুরা ইউনিয়নঃ বর্তমান চেয়ারম্যান মো.হিল্লাল মিয়া, আওয়ামী লীগ মনোনীত মো.হুমায়ুন কবির, মোহাম্মদ কামাল হোসেন, মো.সামছুল হক, মো.সুলতান উদ্দিন, শেখ রুবেল, কাজী মো.জসিম উদ্দিন।
যন্ত্রাইল ইউনিয়নঃ আওয়ামী লীগ মনোনীত একেএম মনিরুজ্জামান, মো.নূর আলম, ওয়াহিদুল হক খান,  অসীম কুমার সরকার।
কলাকোপা ইউনিয়নঃ বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত মো.ইব্রাহীম খলিল, তুষার আহমেদ, মো.ওয়াহিদুজ্জামান রনি, মো.হাবিবুর রহমান খোকন।
শোল্লা ইউনিয়নঃ  বর্তমান চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান, আওয়ামী লীগ মনোনীত মো.মিজানুর রহমান ভূইয়া, মোহাম্মদ ফজলুল হক, বাবুল হোসেন, নজির আহম্মদ, মোহাম্মদ আবুল বাশার।
বক্সনগর ইউনিয়নঃ  বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত আব্দুল ওয়াদুদ মিয়া, এরশাদ আল মামুন, মো.পলাশ, শামীমূল আহাদ রনক, সাওকাত আলী, কাজী আব্দুল আওয়াল, শেখ আবুল হোসেন, জুনায়েদ বাতেন, মো.সামছুল সালেহীন লিংকন।
বাহ্রা ইউনিয়নঃ  বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত মো.সাফিল উদ্দিন মিয়া, মো.সুবেদুজ্জামান (সুবেদ), পত্তনদার মো.রকিবুর রহমান রাকিব, মো.ফরিদ খান, মোহাম্মদ কাইবুল।
কৈলাইল ইউনিয়নঃ বর্তমান চেয়ারম্যান মো.পান্নু মিয়া, আওয়ামী লীগ মনোনীত বশির আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, মো.হুমায়ুন কবীর, মো.আমানউল্লাহ, আলী আহাম্মদ, মো.ফালু মোল্লা, মো.সুমন খান কবি, শামীম মুহাম্মদ।
আগলা ইউনিয়নঃ বর্তমান চেয়ারম্যান আবেদ হোসেন, আওয়ামী লীগ মনোনীত শিরিন চৌধুরী, জিয়াউল ইসলাম, মো.মনির হোসেন, এসএম মোস্তারিন, মো.শাহীনুজ্জামান, মো.দুলাল হোসেন, এসএম ইমরান হোসেন।
গালিমপুর ইউনিয়নঃ বর্তমান চেয়ারম্যান তপন মোল্লা, আওয়ামী লীগ মনোনীত মো.আজিজুর রহমান ভূইয়া, মো.রেজাউর রহমান, মো.মিজানুর রহমান, মো.নূর আলম, তৌহিদুর রহমান খান, রফিক হোসেন খান।
চুড়াইন ইউনিয়নঃ  বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত মো.আব্দুল জলিল, মো.ফরিদ সরকার, আবু সাইদ, আব্দুল জব্বার ভূইয়া, আনোয়ার হোসাইন।

আপনার মতামত দিন