নবাবগঞ্জে গ্রেফতার আতংকে ঘর ছাড়া বিএনপি নেতাকর্মীরা

245

অবরোধের প্রথম দিন মঙ্গলবার নবাবগঞ্জ কায়কোবাদ চত্বরে ব্যারিকেট দিয়ে গাড়ি ভাংচুর করায় বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার আবু আশফাক সমর্থিত ৫০ নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ। 

ঐ ঘটনার পর থেকে র‌্যাব-পুলিশের যৌথ অভিযোনে বুধবার বিকেল পর্যন্ত ৪ বিএনপি কর্মীকে আটক করা হয়। এদিকে গ্রেপ্তার আতংকে ঘর ছাড়া বিএনপি নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে।আবু আশফাক অভিযোগ করেন, পুলিশ নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালিয়ে ভীতি সৃষ্টি করছে। নেতাকর্মীদের না পেয়ে পরিবারের লোকজনের সাথে দূর্ব্যবহার করছে এবং কয়েকজনের মটরসাইকেল নিয়ে গেছে।

এব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন