নবাবগঞ্জে গভীর রাতে অভিযান, ফসলি জমির মাটি কাটায় ২ জনের কারাদণ্ড

19
নবাবগঞ্জে গভীর রাতে অভিযান, ফসলি জমির মাটি কাটায় ২ জনের কারাদণ্ড

ঢাকার নবাবগঞ্জে ফসলি জমির মাটি কাটায় হাবিবুর রহমান (১৯) ও ইসতাক (১৯) নামে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিবাগত রাতে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের সোনাতলা-শেখরনগর এলাকায় অভিযান চালিয়ে এ সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিকারীপাড়া ইউনিয়নের সোনাতলা-শেখরনগর এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি করে আসছেন ওই এলাকার ইউসুফ, আজাদ ও বিল্লাল নামে তিন মাটিখেকো। তারা প্রতিদিন সারারাত ভেকু দিয়ে মাটি কেটে তা বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টায় সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে হাবিবুর রহমান ও ইসতাক নামে দুইজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ দিন করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম জানান, উপজেলায় কৃষিজমির টপসয়েল রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত দিন