নবাবগঞ্জে খন্দকার আবু আশফাককে সংবর্ধনা

980
নবাবগঞ্জে খন্দকার আবু আশফাককে সংবর্ধনা

ঢাকা জেলা বি,এন,পির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পুকুরপাড় গ্রামে এক অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় । ঢাকা জেলা বিএনপির সহ সভাপতি খান ইফতেখার আল ফারুকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার,নবাবগঞ্জ এবং কেরানীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
অনুষ্ঠানে খন্দকার আবু আশফাক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,”ক্ষমতা কারোই চিরস্থায়ী নয়,আপনারা প্রস্তুতি নিন। দেশনেত্রী খালেদা জিয়া চতুর্থবারের মতো ক্ষমতায় আসছেন। আমাদের প্রতি যে অন্যায় অত্যাচার করা হচ্ছে সময় এলে তার সঠিক জবাব নেব আমরা।”
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন আহামেদ,যুগ্ন সম্পাদক সৈয়দ আগমেন খান,সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির পল,তথ্য ও গবেষণা সম্পাদক নজরুল ইসলাম,বিএনপি নেতা খন্দকার আবুল কালাম,মহিলা নেত্রী রুনা ইসলাম,ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম সহ বিএনপির অন্যান্য নেতা কর্মীরা।

আপনার মতামত দিন