নবাবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

98

ঢাকার নবাবগঞ্জে কৃষি প্রণোদনার আওতায় কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ওয়াছেক মিলাতায়নে আয়োজিত অনুষ্ঠানে ৪৫০ জন কৃষকদের মাঝে ১৫ কেজি করে সার এবং ৫ কেজি করে মাসকলাই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এসময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব সরকার৷ কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকার সর্বদা বদ্ধপরিকর। তাই বিভিন্ন সময়ে কৃষকদের মাঝে সার, বীজসহ পোকা-মাকড় দমনে বিনামূল্যে কীটনাশক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল প্রমুখ।

আপনার মতামত দিন