নবাবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

919

নবাবগঞ্জ উপজেলায় ২০১৬ সালের এসএসসি পরিক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ১৮ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল ১৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মেলেং উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। পাড়াগ্রাম এলাকার বাসিন্দা, শিক্ষানুরাগী মো. শফিউদ্দিন এর পৃষ্ঠপোষকতা করেন। প্রত্যেক শিক্ষার্থীকে ৩ হাজার নগদ টাকা ও ক্রেস্ট উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার সারাদেশের ৩০% শিক্ষার্থীকে উপবৃত্তি দিচ্ছে। বছরের প্রথম দিনে হাতে তুলে দেয়া হচ্ছে পাঠ্যপুস্তক। তাছাড়া মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদান করছে সরকার। যা পৃথীবির অন্য কোন দেশে আছে কিনা আমার জানা নেই। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। আপনার মেয়েকে বিয়ে দেয়ার জন্য স্কুলে পাঠাবেন না। উচ্চ শিক্ষাগ্রহণের সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত করুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, ঢাকা জেলা পরিষদ সদস্য- এসএম সাইফুল ইসলাম, মাহমুদা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনি সম্পাদক মো. পলাশ।

আপনার মতামত দিন