নবাবগঞ্জে কাজী আবদুর রইসের স্মরণ সভা

144

ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম কাজী আবদুর রইস স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বলমন্তচর গ্রামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। ইছামতি সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজন করেন। সভায় সভাপতিত্ব করেন, জাতীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইলিয়াস হায়দার। 

প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান খান সোহেল, নবাবগঞ্জ থিয়েটারের প্রতিষ্ঠাতা ইদ্রিস হায়দার, সভাপতি এরশাদ আল মামুন, সৈয়দ মাসুদ, মনির উদ্দিন আহমেদ, হোসেন খান। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন আওয়ামী প্রচারলীগের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এজাজ আহমেদ পান্না, কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবী ইমু, উপজেলা সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি, কলেজ শাখা সভাপতি শুভন সিকদার, সম্পাদক নাহিদুল আলম নাদিম প্রমুখ।

আপনার মতামত দিন