নবাবগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়িয়ে

127
নবাবগঞ্জের করোনাভাইরাস পরিস্থিতি

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এই উপজেলায় নতুন করে ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্তরা উপজেলার কলাকোপা, বান্দুরা, বক্সনগর, আগলা, শিকারীপাড়া ও শোল্লা ইউনিয়নের ১০ জন এবং  দোহারের ২ জন। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ২১৫ জন।

 

রোববার রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ নিউজ৩৯ কে জানান, গত ৯ জুন ঢাকায় পাঠানো ৩৬ জনের নমুনা থেকে ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্তরা উপজেলার কলাকোপা, বান্দুরা, বক্সনগর, আগলা, শিকারীপাড়া ও শোল্লা  ইউনিয়নের ১০ জন এবং  দোহারের ২ জন। সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

২১৫ জন করোনা আক্রান্তের মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ভজন রাজবংশী(চুড়াইন), গৌরাঙ্গ বণিক(বান্দুরা) ও সুরুজ খান(আগলা), তৈয়ব আহমেদ(কলাকোপা)।

আপনার মতামত দিন