নবাবগঞ্জে করোনায় বৃদ্ধের মৃত্যু

66
নবাবগঞ্জে করোনায় বৃদ্ধের মৃত্যু

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামের সুনীল আগষ্টিন গমেজের মৃত্যু হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। এই নিয়ে নবাবগঞ্জ উপজেলা কোভিড ১৯ সৎকার কমিটি ২৬ তম লাশ সৎকার করলো। এই নিয়ে নবাবগঞ্জ উপজেলা দাফন ও সৎকার কমিটির সর্বমোট ১০০ ছুলো।

সুনীল আগষ্টিন গমেজ কিছু দিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হন। এই সময় তিনি নবাবগঞ্জ হসপিটাল থেকে টেলিমেডিসিন নিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধিন ছিলেন। পরে ৬ আগস্ট নিজগৃহে সুনীল আগষ্টিন গমেজ মৃত্যু বরন করেন। ৭ আগস্ট সকালে সাড়ে দশটায় নবাবগঞ্জ উপজেলা কোভিড ১৯ সৎকার টিম লাশ গ্রহন করেন ও ১১টার দিকে ধর্মীয় রীতি অনুসরন করে  হাসনাবাদ গির্জায় লাশ সৎকার করা হয়। উপস্থিত ছিলেন অনুপম দত্ত নিপু ( টিম লিডার), চিত্ত দাস, অর্জুন দাস, রিমন দাস, বাসুদেভ শিল, গনপতি বাড়ৈ,কৃষ্ণ মন্ডল,শ্রী কৃষ্ণ সাহা, শুভজিৎ সরকার, শ্রীবাস মন্ডল ও অন্তহিন ঘোষ।

আপনার মতামত দিন