নবাবগঞ্জে উপ-সচিবকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

363

স্থানীয় সরকার ঢাকার উপ-পরিচালক, উপ-সচিব ডা. সারোয়ার বারীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এ আয়োজন করে। সম্প্রতি তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদায়ন পেয়েছেন।
গত ১৫ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা সভাকক্ষে এ অনুষ্ঠান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠনে উপস্থিত ছিলেন ডিসট্রিক্ট ফ্যাসিলিটেটর জাভেদ ইকবাল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা শহীদুল আমীন, হাবিবুল্লাহ মিয়া, সাইয়্যেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, ইব্রাহীম খলিল, পান্নু, আরিফুর রহমান সিকদার, মাসুদুর রহমান, গোলাম মোস্তফা প্রমুখ।

আপনার মতামত দিন