নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

311

ঢাকার নবাবগঞ্জ উপজেলা আমিরপুর এলাকা থেকে ৫৭পিচ ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল ওরফে টেরা উজ্জল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত ১টার দিকে আমিরপুর তিন রাস্তার মোড় সংলগ্ন এলাকা থেকে উজ্জলকে আটক করা হয়। সে ঐ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে আমিরপুর তিন রাস্তার মোড় সংলগ্ন এলাকায় মাদক বেচাকেনা করার সময় উজ্জলকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ৫৭পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ইয়াবাসহ তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো.আশরাফুল আলম তালুকদার বলেন,উজ্জল দীর্ঘদিন ধরে আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে উপজেলার কৈলাইল, শোল্লা, যন্ত্রাইল ও কলাকোপা এলাকার বিভিন্ন গ্রামে নিজে ও বিভিন্ন লোকের মাধ্যমে মাদক বিক্রি করতো। সোমবার গভীর রাতে ইয়াবাসহ আটক করার পর মঙ্গলবার মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন