নবাবগঞ্জে ইয়াবা ব্যবসায়ী আটক

325

গতকাল শনিবার সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার আগলা বাজার এলাকা থেকে ৬১টি ইয়াবাসহ রবিন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।আটককৃত রবিন উপজেলা আগলা চৌকিঘাটা গ্রামের আবু বক্কর সিদ্দিক খান ইকবালের ছেলে বলে ডিবি সূত্র জানায়।

ডিবি পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ইয়াবা বেচাকেনার গোপন সংবাদ পেয়ে আগলা বাজার এলাকায় অভিযান চালায় ঢাকা দক্ষিণ ডিবি পুলিশ। এসময় রবিন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। পুলিশ তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করে। পরে ইয়াবাসহ তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। ঢাকা দক্ষিণ ডিবি পুলিশের ওসি মোল্লা সোয়েব জানান, আটককৃতের কাছ থেকে ৬১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ঢাকা দক্ষিণ ডিবি’র উপপরিদর্শক রাসেদুল আলম জানান, আজ রোববার সকালে এব্যাপারে নবাবগঞ্জ থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত দিন