নবাবগঞ্জে ইয়াবাসহ দুই ভাই আটক

305

নবাবগঞ্জে ইয়াবাসহ জামাল (৩৬) ও আয়নাল (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। তারা আপন দুই ভাই। তাদের কাছ থেকে ১২০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের শাহজাহান সারু ওরুফে গাঁজা সারুর ছেলে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাধাকান্তপুর গ্রামের নয়নশ্রী ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা হয়। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আশরাফুল আলম তালুকদার জানান, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে মাদক বেচাকেনা করার সময় দুই ভাইকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে জামালের কাছ থেকে ৫০ পিচ ও আয়নালের কাছ থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলট উদ্ধার করা হয়।

উপপরিদর্শক আশরাফুল আলম তালুকদার আরও জানান, জামাল ও আয়নাল ঐ এলাকার চিহ্নিত মাদক করাবারী। এব্যাপারে মাদক আইন মামলার প্রক্রিয়া চলছে। শুক্রবার সকালে তাদের আদালত প্রেরণ করা হবে।

আপনার মতামত দিন