নবাবগঞ্জে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচী

422

বৃক্ষের গুরুত্বকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিবছরের ন্যায় এ বছরেও পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে। ‘শিক্ষায় বন পরিবেশ, আধুনিক বাংলাদেশ’ স্লোগানে বৃহস্পতিবার ঢাকার নবাবগঞ্জের বান্দুরা শাখা এ কর্মসূচী পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা দক্ষিণ জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মো. ইয়ানুর রহমান।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বান্দুরা শাখা ব্যবস্থাপক এ.এইচ.এম সফিউল্লাহ’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা দক্ষিন জোনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও জউঝ জোন অফিসার মো. সেলিম, নতুন বান্দুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কালীপদ হালদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার হালদার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন, ইসলামী ব্যাংকের নবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. সাইদুল রহমান প্রমূখ।

বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার নতুন বান্দুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইসলামী ব্যাংকের বান্দুরা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের হাতে একটি করে বিভিন্ন ফলজ গাছের চারা তুলে দিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। এ কর্মসূচীতে শাখার প্রায় ২৩শ সদস্যদের মাঝে চারা বিতরণ করা হবে।

আপনার মতামত দিন