নবাবগঞ্জে ইছামতি ভরাট করে দখলের অভিযোগ

343

ঢাকার নবাবগঞ্জের ছোট গোবিন্দপুর এলাকায় ইছামতি নদী ভরাট করে দখলের অভিযোগ উঠেছে এলাকার গোপাল বর্মণ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ সূত্র জানায়, উপজেলার ছোট গোবিন্দপুর গ্রামের নতুন শ্মশান ঘাটসংলগ্ন ইছামতি নদীর তীরে বাঁশের খুঁটি বসিয়ে বাঁধ দিয়েছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত গোপাল বর্মণ জানান, তিনি নদী দখল করেননি। গত দেড় বছর আগে এটি ক্রয় করেছেন। প্রশাসনের অনুমতি নেননি বলেও জানান তিনি।

ইছামতি নদী বাঁচাও আন্দোলন কমিটির সিনিয়র সহ-সভাপতি শফিউর রহমান তোঁতা বলেন, ইছামতি নদীর নাব্যতা ফেরাতে সরকারিভাবে ড্রেজিং চলছে। দখলের অভিযোগ প্রায়ই পাওয়া যায়। এর সমাধানে স্থানীয় প্রশাসনের এগিয়ে আসা উচিত।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. শাহনাজ মিথুন মুন্নী জানান, এ বিষয়ে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত দিন