নবাবগঞ্জে ইছামতির শীতবস্ত্র বিতরন 

215
নবাবগঞ্জে ইছামতির শীতবস্ত্র বিতরন 

নবাবগঞ্জের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন ইছামতি- নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন শনিবার রাত দশটার পর থেকে নবাবগঞ্জের বেশ কিছু ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে এবং রাস্তায় রাত কাটানো কিছু অসহায় মানুষদের নিরবে নিভৃতে কম্বল বিতরন কর্মসূচী করেছে।

ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের সদস্যবৃন্দ নিউজ ৩৯ কে জানায়, যদিও শীতের প্রায় সমাপ্তি ঘটতে যাচ্ছে ; তবুও উপহার গুলো পৌঁছে দিচ্ছি এ রাতে! আগামী শীতের শুরু থেকেই যেনো ব্যবহার করতে পারে এ কম্বলগুলো তার জন্যই রাতের আধারে বের হয়েছে ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন।

সংগঠনটির সভাপতি, মোঃ ফয়সাল বলেন, চুড়াইন ইউনিয়নের এক বড় ভাই, ইছামতির শুভাকাঙ্খী নিউ ইয়র্ক প্রবাসী জনাব সাইফুর রহমান তাদের এ কম্বলগুলো উপহার দিয়েছেন। তিনি আরও বলেন, সহায়তা পেলে তারা আরো অনেক ভালো ভালো সামাজিক কার্যক্রম করতে সচেষ্ট হবে এবং মানুষের পাশে দাড়ায়িয়েই যাবে।

আপনার মতামত দিন