নবাবগঞ্জে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের প্রথম এজেন্ট কেন্দ্রের উদ্বোধন

319

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড তাদের প্রথম এজেন্ট ব্যাংকিং কেন্দ্রটি উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারে এই এজেন্ট কেন্দ্রটি শুভ উদ্বোধন করা হয়। এজেন্ট ব্যাংকিংয়ে এটিই প্রতিষ্ঠানটির প্রথম এজেন্ট কেন্দ্র।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কেন্দ্রের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্ট্রর এ.ই. আব্দুল মান্নান।

এসময় আরও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, কেন্দ্রটির এজেন্ট মো. ইব্রাহীম প্রমূখ।

এ কেন্দ্রটি থেকে নগদ জমা, নগদ উত্তোলন, একাউন্ট ওপেনিং, লোন প্রসেসিং, ডেভিট কার্ড ও ক্রেডিট কার্ড সার্ভিস, চেক বুক, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ইউটিলিটি বিল প্রদান, ফান্ড ট্রান্সফার, বৈদেশিক রেমিটেন্স টাকা প্রদান সহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারবে গ্রাহকরা।

আপনার মতামত দিন