নবাবগঞ্জে আশফাকের বিক্ষোভ মিছিল

179

নিউজ৩৯♦ নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক সমর্থিত নেতাকর্মীরা ১৮ দলীয় জোটের  ডাকা ১৩১ ঘণ্টার অবরোধের সমর্থনে বুধবার বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছে। নবাবগঞ্জ উপজেলার শোল্লা, শিকারীপাড়া, বারুয়াখালী ও বান্দুরায় রাস্তায় টায়ার  জ্বালিয়ে অবরোধ করে অবরোধকারীরা।

নির্দলীয় ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য বিএনপির ডাকা অবরোধের পঞ্চম দিনে বিক্ষিপ্ত সংর্ঘষ, গাছ কেটে ও টায়ারে জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।
বুধবার সকাল ৭ টায় উপজেলার কলাকোপায় রাস্তা অবরোধ করে নেতা কর্মীরা। সকাল দশটার দিকে উপজেলার শিকারীপাড়া ও বারুয়াখালী বাজারে রাস্তায় টায়ারে আগুন দেয় নেতাকর্মীরা। এছাড়া বান্দুরা বাজারে দুপুর বারটায় অবরোধের সমর্থনে মিছিল করে আশফাক  গ্রুপের নেতাকর্মীরা।

আবু আশফাক নিউজ৩৯কে বলেন, নির্দলীয় ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। যদি এই অবৈধ সরকার মানুষের আন্দোলনে সারা না দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করে, তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দোহার-নবাবগঞ্জসহ সারা দেশ অচল করে দেয়া হবে।

এছাড়া তিনি আরও বলেন, এরশাদের শুভ বুদ্ধি উদয় হয়েছে। দেশ ও জনগনের ডাকে সারা দিয়ে এরশাদ নিজের ভুল বুঝতে পেরে সরকার থেকে সরে এসেছেন। তিনি ভবিষ্যতেও এই শুভ বুদ্ধির পরিচয় দিবেন।

আপনার মতামত দিন