নবাবগঞ্জে আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

358

নবাবগঞ্জে আদালতের নির্দেশে নাসরিন আক্তার নামে এক গৃহবধূকে দাফনের এক মাস পাঁচদিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। তার রহস্যজনক মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। নিহত নাসরিন আক্তার নবাবগঞ্জের বারুয়াখালী ইউনিয়নের নবগ্রাম গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী।
গতকাল বুধবার দুপুরে নবগ্রাম গ্রামের পুরাতন মসজিদের পশ্চিম পার্শ্বের কবরস্থান থেকে লাশটি তোলা হয়েছে বলে জানান নবাবগঞ্জ থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা মো. আবুল বাশার।
জানা যায়, গত ১ মার্চ খবর পেয়ে নাসরিনের বাবা হাসান আলী মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে নাসরিনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরের দিন সকালে তড়িঘড়ি করে নাসরিনের শ্বশুর বাড়ির লোকজন স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করে। ঐ সময়ে মেয়ের জামাই মান্নানের বড় ভাই আমিন লোকজন নিয়ে জোড়পূর্বক নাসরিনের বাবার স্বাক্ষর স্ট্যাম্পে নিয়ে নেয়।
এসআই আবুল বাশার বলেন, থানায় না জানিয়ে লাশ দাফন করা হয়েছিল। মামলার দিনই ঘটনাটি জেনেছি। সেদিন রাতেই নিহতের শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত দিন