নবাবগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫৮

86
নবাবগঞ্জের করোনাভাইরাস পরিস্থিতি

নবাবগঞ্জে নতুন করে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত ব্যাক্তিরা নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী, বান্দুরা, কলাকোপা, কৈলাইল ও চুরাইন ইউনিয়নের বাসিন্দা। ৩০ মে পাঠানো ৬১ জনের নমুনার মাঝে এই ৬ জনকে শনাক্ত করা হয়।

নবাবগঞ্জ উপজেলা করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা হরগোবিন্দ সরকার অনুপ নিউজ৩৯কে জানান ৩০ মে নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে ৬১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।  এই ৩১ জনের মাঝে ৬ জনের করোনা পজেটিভ রেজাল্ট এসেছে। নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে ক্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। আক্রান্ত ব্যক্তিদের নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হবে।

আপনার মতামত দিন