নবাবগঞ্জে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

329

নবাবগঞ্জ উপজেলায় আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণে সবার সচেতনতা বৃদ্ধি এবং ভেজাল ও নকল পণ্যের বিক্রয় বন্ধে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা চাওয়া হয়। বাল্যবিবাহ প্রতিরোধ, সরকারি খাল-বিল ও জলাশয়, নদী থেকে মাটি-বালু উত্তোলন বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, যানজট নিরসন, মাদক বিক্রি ও সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হয়।এ সময় বক্তারা স্থানীয় সংসদ সদস্য সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের নেতৃত্বে আইনশৃংখলার সার্বিক উন্নতির চিত্র তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণ করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ মিথুন মুন্নী, ওসি মোস্তফা কামাল, কৃষি কর্মকর্তা শহীদুল আমীন, প্রকৌশলী মো. শাহজাহান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, বক্সনগর ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া, কলাকোপা ইউপি চেয়ারম্যান ও প্রেস ক্লাব সভাপতি হাজী ইব্রাহীম খলিল, ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আজহারুল হক প্রমুখ।

আপনার মতামত দিন