নবাবগঞ্জে অস্ত্র গুলি ও গাঁজা-সহ মাদক ব্যবসায়ী আটক

277

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি রিভালবার ২ রাউন্ড গুলি ও ১শ’ গ্রাম গাঁজা-সহ শহিদুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবাবগঞ্জ সার্কেল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার টিকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত শহিদুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার টিকরপুর গ্রামের মীর চাঁনের ছেলে।

নবাবগঞ্জ সার্কেলের মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিকরপুর এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে রিভালবার, গুলি ও মাদক-সহ আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদক ও অস্ত্র মামলা করা হয়েছে। শহিদুল দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে, একই দিন সকালে উপজেলার নয়াকান্দা এলাকা থেকে মো. মোস্তফা (৫৫) নামে আরো এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মো. মোস্তফার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অাটককৃত মো. মোস্তফার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আপনার মতামত দিন