নবাবগঞ্জে অজ্ঞান পার্টির ২ নারী সদস্য আটক

453

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চালককে অজ্ঞান করে অটোরিকশা চুরির চেষ্টাকালে অজ্ঞান পার্টির দুই নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। আটককৃত নারীরা হচ্ছে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার গাপড়া গ্রামের সুলতান মোল্লার মেয়ে নাজমা ও শরীয়তপুরের পালং থানার বগাদি গ্রামের তৈয়ব আলীর মেয়ে হ্যাপি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে সিএনজিচালিত অটোরিকশা দুই নারীসহ ৪ যাত্রী নিয়ে প্রবেশ করে। এরপর গাড়িচালককে ঘিরে যাত্রীরা কিছু বলতে থাকে। একপর্যায়ে ওই দুই নারী সিএনজিচালককে স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে নীরব স্থানে নিয়ে যায়। কিছুক্ষণ পর গাড়িচালক অসুস্থ অবস্থায় হাসপাতাল ফটকে এসে পড়ে যান। উপস্থিত জনতা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। জনতা তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন ২ নারীকে আটক করলে পুরুষ ২ যাত্রী পালিয়ে যায়। পরে স্থানীয়রা আটককৃতদের পুলিশে সোপর্দ করেন।

আপনার মতামত দিন