নবাবগঞ্জে অগ্নিকান্ডে চার দোকান ছাই

709

নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে। গত ৩ মার্চ শুক্রবার রাত ৯টায় উপজেলার ঘোষাইল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ৯টায় ঘোষাইল বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাজারের আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের একটি হার্ডওয়ারের দোকান, ইলেকট্রুনিকের দোকান, ফলের দোকান ও স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত মালিকদের দাবি। ঢাকা পল্লীবিদ্যুৎ-২ এর জেনারেল ম্যানেজার আলমগীর মুঠোফোনে জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে নয়, ভিন্ন কোনো কারণে আগুন লেগেছে। আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে সংযোগ বন্ধ করে দিই।

 

আপনার মতামত দিন