নবাবগঞ্জের ৭৫ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

428
নবাবগঞ্জের ৭৫ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নে ৭৫ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয়, বিদ্রোহী ও স্বতন্ত্রসহ এই ৭৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
সরেজমিন দেখা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার প্রধান সড়ক ছিল লোকে লোকারণ্য। সকাল ১০টার পর থেকে প্রার্থী, সমর্থক, প্রস্তাব ও সমর্থনকারীদের সরগরমে মুখরিত হয়ে ওঠে উপজেলা সদর।
জানা যায়, আওয়ামী লীগ ১৪, বিএনপি ১৪, জাতীয় পার্টির ৫, প্রার্থীসহ ৪২ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১২৮ ও সাধারণ সদস্য পদে ৪৭০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মনোনয়নপত্র জমার শেষ দিন এ তথ্য জানা যায়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান ৭৫ জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট ৬৭৩ জনের মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।

আপনার মতামত দিন