নবাবগঞ্জের ১৪ ইউপিতে প্রতীক চুড়ান্ত

584
Nawabganj Upazila of Dhaka Map, নবাবগঞ্জ উপজেলা
নবাবগঞ্জ

চতুর্থ ধাপে আগামী ৭ মে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নিবার্চন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ এপ্রিল মঙ্গলবার আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয়পার্টি, জাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ স্বতন্ত্র প্রার্থীদের প্রতিক বরাদ্দ করা হয়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়-

কলাকোপা ইউনিয়ন: আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল (নৌকা), বিএনপির মহসিন রহমান তুষার (ধানের শীষ), স্বতন্ত্র মীর আরিফ (আনারস)।

চূড়াইন ইউনিয়ন: আওয়ামীলীগের প্রার্থী হাজী আব্দুল জলিল (নৌকা), জাতীয়পার্টির আসমা আক্তার রুমি (লাঙ্গল), বিএনপির হাজী ইউসুফ আলী খান (ধানের শীষ)।

বান্দুরা ইউনিয়ন: আওয়ামীলীগের নাসির উদ্দিন (নৌকা), স্বতন্ত্র হিল্লাল মিয়া (আনারস)।

নয়নশ্রী ইউনিয়ন: আওয়ামীলীগের পলাশ চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির রিপন মোল্লা (লাঙ্গল),  বিএনপির হাবিবুর রহমান খান (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ সারোয়ার আলম (হাতপাখা), স্বতন্ত্র হাবিবুর রহমান (আনারস), স্বতন্ত্র মো মাসুদ মোল্লা (চশমা), স্বতন্ত্র সোরহাব হোসেন (টেবিল ফ্যান), মো. আলমগীর (ঘোড়া), স্বতন্ত্র মো. হাবিবুর রহমান (মটর সাইকেল)।

যন্ত্রাইল ইউনিয়ন: আওয়ামী লীগের নন্দ লাল সিং (নৌকা), বিএনপির মো. সেন্টু (ধানের শীষ), স্বতন্ত্র আকুল বেপারী (ঘোড়া), স্বতন্ত্র মো. বারেকুর রহমান (আনারস)।

অন্য খবর  নবাবগঞ্জে ডেঙ্গু অবহিতকরণ সভা

শোল্লা ইউনিয়ন: আওয়ামীলীগের দেওয়ান তুহিন রহমান (নৌকা), বিএনপির নাসির আহসান পলাশ (ধানের শীষ), স্বতন্ত্র দেলোয়ার হোসেন খান (আনারস), স্বতন্ত্র মো. ফজলুল হক (চশমা), জাসদের আইয়ুব খাঁন (মশাল)।

কৈলাইল ইউনিয়ন: জাতীয় পার্টির প্রার্থী আয়নুল চৌধুরী (লাঙ্গল), আওয়ামীলীগের পান্নু মাদবর (নৌকা), বিএনপির সেলিম শেখ (ধানের শীষ), স্বতন্ত্র মোক্তার হোসেন (চশমা), স্বতন্ত্র নাসির উদ্দিন (আনারস), স্বতন্ত্র ডা. জুলহাস উদ্দিন (মটর সাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোজাম্মেল হক টুলু (হাত পাখা)।

বক্সনগর ইউনিয়ন: আওয়ামীলীগের আব্দুল ওয়াদুদ মিয়া (নৌকা), বিএনপির এরশাদ আল-মামুন (ধানের শীষ)।

বাহ্রা ইউনিয়ন: আওয়ামীলীগের অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া (নৌকা), বিএনপির হাজী আব্দুস সালাম (ধানের শীষ), স্বতন্ত্র সুবেদ্দুজ্জামান সুবেদ (আনারস)।

আগলা ইউনিয়ন: আওয়ামীলীগের সুরুজ খান (নৌকা), বিএনপির আবেদ হোসেন (ধানের শীষ), স্বতন্ত্র  মো. রাসেদ খান (আনারস), স্বতন্ত্র এস এম মোক্তারুজ্জামান মিল্টন (মটর সাইকেল)।

গালিমপুর ইউনিয়ন: জাতীয় পার্টির শিল্পী ইসলাম (লাঙ্গল), আওয়ামীলীগের আজিজুর রহমান ভূইয়া (নৌকা), বিএনপির তপন মোল্লা (ধানের শীষ)।

জয়কৃষ্ণপুর ইউনিয়ন: আওয়ামীলীগের আবুল হোসেন (নৌকা), বিএনপির মাসুদুর রহমান (ধানের শীষ), স্বতন্ত্র মো. কামাল হোসেন (আনারস). মো মাহফুজ খান (চশমা), মোতাহার হোসেন (মটর সাইকেল)।

অন্য খবর  মঙ্গলবার দোহার-নবাবগঞ্জে সালমান এফ রহমানের কর্মী সভা 

শিকারীপাড়া ইউনিয়ন: আওয়ামীলীগের আলীমোর রহমান খান পিয়ারা (নৌকা), বিএনপির আব্দুল জব্বার (ধানের শীষ), স্বতন্ত্র মোজাম্মেল হক টিপু (আনারস)।

বারুয়াখালী ইউনিয়ন: আওয়ামীলীগের ইঞ্জিনিয়ার আরিফ শিকদার (নৌকা), বিএনপির আবদুল্লাহ আল-মামুন (ধানের শীষ), স্বতন্ত্র রজ্জব মোল্লা (আনারস) প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১২৬ ও সাধারণ সদস্য পদে ৪৬০ প্রার্থী প্রতীক বরাদ্দ দেয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আপনার মতামত দিন