নবাবগঞ্জের সড়ক দূর্ঘটনায় নিহত ৩ জনের ২ জনই তুইতালের বাসিন্দা

2628

জুবায়ের শরিফ, আল-আমিনঃ শুক্রবার বিলেক ৫টার দিকে নবাবগঞ্জের মাঝিরকান্দার হাড়ভাংগা ব্রীজে এনমল্লিক পরিবহন(ঢাকা মেট্রো ব ১১ ৬৪-২০) সাথে সিএনজির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে নিহত ৩ জনের ২ জন-ই নবাবগঞ্জের তুইতালের বাসিন্দা। আর সিএনজি চালকের বাড়ী ভোলার লালমোহনে। নিহত নারীর নাম তন্দ্রা ফ্রোলোরেজ গোমেজ, তার সহযাত্রী জোসেফ বিপুল গোমেজ। সিএনজি চালকের নাম মোঃ খালেদ, বয়স ২৬। এন মল্লিক পরিবহনের গাড়িচালক ও হেল্পার পলাতক।

প্রত্যক্ষদর্শীরা নিউজ৩৯কে জানান, বিকেল ৫টার দিকে ঢাকা থেকে একটি সিএনজি দোহারের দিকে আসছিলো। এরমধ্যে মাঝিরকান্দা সংলগ্ন হাড়ভাংগা ব্রীজ তথা নিশিকান্দা ব্রীজের কাছে বিপরীত দিক বান্দুরা থেকে ঢাকাগামী এন মল্লিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে, সিএনজির চালকসহ ৩ জনের তাৎক্ষণিক মৃত্যু হয়। নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, লাশগুলো নবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এখন পর্যন্ত কারো আটকের কোন খবর পাওয়া যায়নি। নবাবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত দিন