জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ তে নবাবগঞ্জ উপজেলার এম, মুহীয়্যূদ্দীন ভূঞা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায় এ বছর উপজেলা শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ৩টি কলেজ, ৪০টি মাধ্যমিক স্কুল ও ৪টি মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩০টি বিভাগে ৩০ জন কে নির্বাচিত করা হয়। এতে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে রনজিৎ কুমার রায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জানা যায়, তিনি ৫ম বাংলাদেশ জাতীয় ও ৪র্থ এশিয়ান প্যাসিফিক স্কাউট জাম্বুরী’ ৯৪ এর যুব ফোরামে সাফল্যের সাথে অংশ গ্রহন করে সার্টিফিকেট অর্জন করেন। এ ছাড়াও ১৯৯৭-৯৮ সালে দোহার-নবাবগঞ্জ কলেজে রোভার স্কাউট গ্রুপ পরিচালনায় সিনিয়র রোভার মেট এর দায়িত্ব পালন করেছেন। তিনি নবাবগঞ্জ উপজেলার স্কাউটসের প্রাক্তন সম্পাদক ছিলেন। তিনি স্কাউট শাখায় উডব্যাজ পার্চমেন্ট ও স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারনে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১১ সালে বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্টিফিকেট পেয়েছেন। তিনি ২০০২ সালে বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ে ও পরবর্তীতে ২০০৫ সালে এম, মুহীয়্যূদ্দীন ভূঞা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে এবং ২০১৬ সালে একই প্রতিষ্ঠানে সহকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা কলেজ থেকে বাংলা বিভাগে এম.এ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই.ই.আর থেকে এম.এড এবং উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে গনিত বিভাগে এম.এস সি ডিগ্রি লাভ করেন।