নবাবগঞ্জের যন্ত্রাইলে ‘বর্ণমালা’ বিদ্যালয়ের নতুন শাখার উদ্বোধন

91
নবাবগঞ্জের যন্ত্রাইলে 'বর্ণমালা' বিদ্যালয়ের নতুন শাখার উদ্বোধন

আবু নাইম, নিউজ৩৯ঃ দোহার-নবাবগঞ্জ তরুণ প্রজন্মের উদ্যোগে এবং নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব এর সার্বিক সহযোগিতায় উদ্বোধন হলো যন্ত্রাইল শাখায়া ভাওয়ালিয়া ইটভাটায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য “বর্ণমালা বিদ্যালয়”। এটি বর্ণমালা বিদ্যালয়ের তয় শাখা।

শাখাটি ‘শুভ উদ্বোধন’ করেন দেওয়ান তুহিনুর রহমান (তুহিন), চেয়ারম্যান, শোল্লা ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি তরুণ প্রজন্মের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা, সার্বিক সহযোগিতা এবং তরুনদের এই কার্যক্রমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।তিনি শিশুদের শিক্ষা উপকরন বিতরণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে অতি শীঘ্রই শীতবস্ত্র প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্ণমালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য তাসদীদ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন দোহার থানার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরীফ, মনোয়ার মৃধা জনি, ওয়ালিদ, জামান, শাহ আলম, মোয়াজ, ইয়াসিন, আওলাদ, রিফাত, সজল সহ বর্ণমালার একঝাঁক তরুণ সেচ্ছাসেবক।

বর্ণমালা বিদ্যালয়ে এই কার্যক্রম বিজয়ের মাসে শুরু হয়ে ভাষার মাস পর্যন্ত চলমান থাকবে।

আপনার মতামত দিন