নবাবগঞ্জের বিএনপির সাবেক সভাপতি ইফতেখার আল ফারুকীর মৃত্যু

526

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সহসভাপতি ইফতেখার আল ফারুকী ২৬ অক্টোবর ২০১৭ তারিখে রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী অ ইন্নাল্লিলাহী রাজীউন। বিএনপির রাজনীতির অন্যতম প্রবীন এই নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দোহার-নবাবগঞ্জ বিএনপি নেতা কর্মীদের মাঝে।

রাজনীতিবিদ ছাড়াও শিক্ষা অনুরাগী এই রাজনীতিবিদ দোহার-নবাবগঞ্জ কলেজ গভর্নিংবডি’র অভিভাবক প্রতিনিধি হিসাবেও দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।

ষাটের দশকে কমরেড তোহার হাত ধরে রাজনীতিতে হাটতে শেখা, অব্শ্য সমাজতন্ত্রে বিশ্বাস দীর্ঘস্থায়ী হয়নি,আশির দশকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে হাত রেখে জাতীয়তাবাদীর রাজনীতি শুরু করেন। সেই যে শুরু ক্লান্ত হয়নি তিনি। সাবেক মন্ত্রী মরহুম আতাউদ্দিন খান, সাবেক মন্ত্রী ক্যাপ্টিন (অবঃ) নূরুল হক, সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক নেতা ব্যারিষ্টার নাজমূল হূদা,সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান এবং ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার আবু আশফাক ভাই বিএনপির সকল স্তরের নেতা-কর্মীই তাকে একটু ভিন্ন ভাবেই মুল্যায়ন করতেন।

তার এই প্রয়ানে শোক প্রকাশ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার আবু আসফাক, ঢাকা জেলা বিএনপির দপ্তর সম্পাদক এদভোকেট মনির হোসেন রানাসহ ঢাকা জেলা বিএনপির নেতা কর্মীরা।

আপনার মতামত দিন