নবাবগঞ্জের বান্দুরায় নদীতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

1420

 

নবাবগঞ্জ উপজেলায় ইছামতি নদীতে ডুবে মাদরাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে।  মৃত জাকারিয়া আহমেদ সাগর (১৫) উপজেলার নতুন বান্দুরা গ্রামের আ. রহিমের ছেলে এবং পুরাতন বান্দুরা আল-আমিন এতিমখানা ও মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। গতকাল ৪ মার্চ শনিবার বিকালে উপজেলার পুরাতন বান্দুরা কাঠখোলা সংলগ্ন ওই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায়। কিছুক্ষণ পর এলাকাবাসী অচেতন অবস্থায় তাকে নদীতে ভাসতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আল-আমিন এতিমখানা ও মাদরাসার প্রধান শিক্ষক মুফতি মো. আল-আমিন বলেন, ‘জাকারিয়া সাগর অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে ছিল। তার অকাল মৃত্যু মাদরাসায় শোকের ছায়া নেমে এসেছে।’

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আলমগীর কবির জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ না করায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

আপনার মতামত দিন