নবাবগঞ্জের বক্সনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

525
বক্সনগর উচ্চ বিদ্যালয়

ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বক্সনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া।

প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব মো. আলী নূর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দোহার ও নবাবগঞ্জের উন্নয়নে সাংসদ সালমান এফ রহমান একটি পরিকল্পিত উন্নয়ন প্রকল্প গ্রহন করেছেন। আমরা তাঁকে সর্বাত্মক সমর্থন করবো। তিনি যেন এ অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন করতে পারেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিক নূর আলম, বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দীন, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা শাহদাত হোসেন লাঠু বাঙ্গালী, আ’লীগ নেতা- রেজাউর রহমান রেজা, মো. শাহীন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফি উদ্দিন প্রমূখ।

আপনার মতামত দিন