নবাবগঞ্জের দু’টি কেন্দ্রের ভোট স্থগিত

239

নবাবগঞ্জে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে, কেন্দ্র দুটি হল মাঝিরকান্দা ও কৈলাইলের দরিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

নবাবগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার দেওয়ান মাহমুবুর রহমান জানিয়েছেন যদি অন্যসব কেন্দ্রের ফলে কোনো প্রর্থী এই কেন্দ্রগুলির মোট ভোট সংখ্যার চেয়ে বেশি ব্যবধানে এগিয়ে থাকে তবে ওই দু’টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে না।

বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী খন্দকার আবু আশফাক নিউজ৩৯কে বলেছেন, “একটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে আর অপর কেন্দ্রে জাল ভোট দেয়া হচ্ছিল।“ বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনার পর কেন্দ্র দু’টিতে নির্বাচন স্থগিত করা হয়।

আওয়অমী লীগ সমর্থিত প্রার্থী নাজির উদ্দিন ঝিলু কে ফোনকল করলে বন্ধ পাওয়া যায়। তবে তার একান্ত সহকারী টুটুল আহমেদ জানান, “আমরা বিপুল ভোটে জয়লাভ করব বিধায় কোনো একটি মহল ভোটকে বাধাগ্রস্থ করার জন্য এই অপপ্রচার চালাচ্ছ।“

আপনার মতামত দিন