জয়কৃষ্ণপুরে মুক্তিযোদ্ধাদের নাম ফলক উদ্বোধন

1727
জয়কৃষ্ণপুরে মুক্তিযোদ্ধাদের নাম ফলক , নবাবগঞ্জ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের নামের ফলক উদ্বোধন করা হয়েছে। ৩০ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার ঘোষাইল উচ্চ বিদ্যালয়ে এ ফলকের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ্ মো. আবুবকর সিদ্দিক (আবু)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজম্মকে স্বাধীনতার চেতনা ধারণ করতে হবে। তাহলেই একটি সুন্দর ও সুখী সমৃদ্ধ সমাজ গড়ে উঠবে।

জয়কৃষ্ণপুর ইউপি কমান্ডার হাতেম আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আ. মজিদ, মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক মোল্লা, ফজলুল হক মোল্লা, আ. রহমান, মো. শাহজাহান ভূঁইয়া, জামায়াত হোসেন, মো. মকবুল হোসেন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান আলমগীর হোসেন প্রমূখ।

আপনার মতামত দিন