ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী খ্রিস্টান বসতি, একনামে আঠারোগ্রাম বলে ডাকা হয়। এখানে তিনটি ধর্মপল্লীতে রয়েছে ছয়টি গির্জা। বক্সনগরের পুরোনো গির্জাটি এখনো আছে, সেই হিসাবে গির্জাভবন ৭ টি। গির্জাগুলো ও তার সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে এই ছবিঘর।

ছবি ও লেখা: পারভেজ রবিন
তুইতাল গির্জার পুরোনো ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত, ফটোগ্রাফার অজ্ঞাত।

তথ্যসূত্র:
শতবর্ষের হলিক্রশ হাই স্কুল- পেছন ফিরে দেখছি, ফাদার এ. জ্যোতি গোমেজ, শতবর্ষপূর্তি স্মরণিকা, বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়, ২০১২
আঠারোগ্রাম, সুশীল জন গোমেজ, ২০১০
ইন্টারনেট

ছবি ও লেখা কপি করার জন্য অনুমতিপ্রাপ্ত নয়, লিংক শেয়ার প্রশংসনীয়।

আপনার মতামত দিন