নবাবগঞ্জের কুখ্যাত মাদক ডিলার পিণ্টু দোহারে গ্রেফতার

348
নবাবগঞ্জের মাদক সম্রাট পিন্টু গ্রেপ্তার

নিউজ৩৯; মোঃ আল-আমিন ও শরিফ হাসানঃ ঢাকার নবাবগঞ্জের কুখ্যাত মাদক ডিলার পিণ্টু দোহারে গ্রেফতার হয়েছে, এসময় পিন্টুকে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) রাতে দোহার উপজেলার কাজীরচর মোড় থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এ সময় তার কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা ও ২ হাজার পুড়িয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত পিন্টু নবাবগঞ্জ উপজেলার বৈকন্ঠপুর (বাগমারা) গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, পিন্টু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ ও দোহারের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তারকৃত পিন্টুর বিরুদ্ধে দোহার থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত দিন