নবাবগঞ্জের কাঠালীঘাটায় ডাকাতের গুলিতে নিহত ১

1555

নবাবগঞ্জের কাঠালীঘাটা গ্রামে ডাকাতের গুলিতে সাত্তার বেপারী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ডাকাতের ধারালো অস্ত্রের কোপে গুরুত্বর আহত হয়েছে তারই স্ত্রী হাসিনা বেগম (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে একদল ডাকাত কাঠালীঘাটা গ্রামের সাত্তার বেপারীর বাড়িতে প্রবেশ করে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা সাত্তার বেপারী ডাকাতদের চিনে ফেলায় তার মাথায় গুলি করে এবং তারই স্ত্রী হালিমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় সাত্তার এবং গুরুত্বর আহত অবস্থায় তার স্ত্রীকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। আজ বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই সুজায়েত হোসেন নিউজ থার্টিনাইনকে বলেন,”লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ট) হাসপাতালে পাঠানো হয়েছে।”

 

আপনার মতামত দিন